Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন চাইলেন পরীমনির আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ২০:১৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ০৩:০৫

ঢাকা : পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে চলচ্চিত্র নায়িকা পরীমনির জামিন চেয়েছেন তার আইনজীবীরা। শুক্রবার (১৩ আগস্ট) মামলার শুনানিতে আদালতে পরীমনির জামিন চাওয়া হয়। তবে আদালত জামিন নাকচ করে দিয়ে আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে শুনানি শেষে পরীমনির জামিন নামঞ্জুর করেন।

এদিন পরীমনির পক্ষের আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সৌরভীসহ অন্য আইনজীবীরা জামিন শুনানি করেন।

শুনানি আইনজীবীরা বলেন, ‘পরীমনির জামিন দিলেও তিনি পলাতক হবে না। আদালত চাইলে পরীমনির পাসপোর্ট জব্দ করতে পারেন। তাহলে তো আর পলাতক হওয়ার সুযোগ থাকে না। পাসপোর্ট জমা রেখে আসামিকে জামিন দেওয়া যেতে পারে।’

বিচারক এজলাসে ওঠার পর পরীমনির পক্ষে আইনজীবীরা শুরুতে বলেন, পরীমনির উপস্থিতিতে তারা শুনানি করতে চান। পরে সেই আবেদন নামঞ্জুর করে আদালত জামিন বিষয়ে আসামিপক্ষতে শুনানি করতে বলেন।

পরীমনির পক্ষের আইনজীবী মজিবুর রহমান শুনানিতে বলেন, ‘আসামি কাছে জাল টাকা আছে এটি অপরাধ কিন্তু টাকার ব্যবহার না করলে সেটি অপরাধ নয়। আসামি পরীমনির কাছে ১৮/১৯টি খালি মদের বোতল পাওয়া গেছে। সেগুলো সেবন, ব্যবহার কিংবা ব্যবসার কথা বলা হয়নি। আসামিকে দুই দফা রিমান্ড নেওয়া হয়েছে। এর ফলাফল কী হয়েছে? মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে জামিন দিলে তিনি পলাতক হবেন না।’

তিনি শুনানি আরও বলেন, ‘যেদিন ঘটনা দেখিয়ে এফআইআরে দায়ের করা হয় ২৫ ঘণ্টা পরে। এতে সময় তাদের অফিসে নিয়ে কী করলেন? গত ৪ ও ৫ তারিখে কোর্টে না এনে ২৫ ঘণ্টা আটকিয়ে রাখা হয়েছে। এতে আইন অনুসরণ করা হয়নি।’

বিজ্ঞাপন

আইনজীবী বলেন, ‘পরীমনি খুনের আসামি নন, মাদক মামলার আসামি না, কোনো গডফাদারও নয়, তাহলে কেন এত সময় থানায় রাখা হয়েছে।আসামি পরীমনি একজন প্রথম সারির চিত্রনায়িকা। তিনি ‘ফোর্বস ম্যাগাজিন’ ডিজিটাল তারকা হিসেবে বিশ্বের ১০০ জনের মধ্যে রয়েছেন।’

এরপর রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, ‘পরীমনির বাসায় এলএসডি, আইসসহ ভয়ঙ্কর মাদক জব্দ করা হয়েছে। আজকে শিল্পী সমাজ তাজে সাসপেন্ড করেছে। এই ধরনের অনেক মামলা হয়েছে। অনেকেই জামিন পাননি। শিল্পী হোক আর অন্য কেউ হোক আইন সবার জন্য সমান।’

সারাবাংলা/এআই/একে

চলচ্চিত্র নায়িকা টপ নিউজ পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর