Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেতুর পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ১৯:৩৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ০০:৫৩

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। শস্যের মধ্যে ভূত আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘এই সেতু এখন পুরো জাতির সম্পদ। জাতীয় ভাবে মানুষ আহত হয়েছে এবং মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। অতীতে পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও এ সেতুর পিছনে দেশ-বিদেশে ষড়যন্ত্র লেগে আছে।’

ওবায়দুল কাদের জানান, স্বপ্নের পদ্মাসেতুর মূল অগ্রগতি ৯৪.২৫, আর্থিক অগ্রগতি ৯০.১৮ এবং সার্বিক অগ্রগতি ৮৭.২৫ শতাংশ।

এ সময় সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

পদ্মাসেতুর পিলার পদ্মাসেতুর পিলারে ধাক্কা ফেরির ধাক্কা ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর