Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে ৯ ওসির বয়ান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ১৮:২৯

নোয়াখালী: সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নোয়াখালীর ৯ উপজেলার ৯ মসজিদে বয়ান করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদে বয়ান করেন তারা।

বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বড় মসজিদে বক্তব্য রাখেন ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার। তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, করোনাকালে কিশোর গ্যাং-মাদক-বাল্যবিবাহ রোধে সকলের দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সকল অনাচার রোধে সর্বস্তরের মানুষকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে,সেনবাগের সেবারহাট জামে মসজিদে বিকাশ প্রতারণা-মোবাইল গেমিং-সন্ত্রাস-কিশোর অপরাধ নিয়ে আলোচনা করেন সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

এছাড়াও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুর পাটোয়ারী হাট কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন। তিনি তুলে ধরেন জঙ্গিবাদ-ফেসবুকে গুজব-ইভটিজিংয়ের ভয়াবহতা।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাইফুদ্দিন আনোয়ার কোম্পানীগঞ্জ থানা মসজিদে সন্ত্রাস-জঙ্গিবাদ-সামাজিক অবক্ষয় রোধে সকলের করণীয় সম্পর্কে আলোচনা করেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

এর বাইরেও, চরজব্বারে জিয়াউল হক, হাতিয়ায় আনোয়ারুল ইসলাম, চাটখিলে আবুল খায়ের, সোনাইমুড়ীতে তৌহিদুল ইসলাম, কবিরহাটে এএসআই মাহবুব একইসময়ে নিজ নিজ থানা এলাকার মসজিদে জনসচেতনতা সৃষ্টি করতে বয়ান করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

৯ ওসির বয়ান জনসচেতনতামূলক কর্মসূচি