বাস বিস্ফোরণে ভারত ও আফগানিস্তানকে দায়ী করল পাকিস্তান
১৩ আগস্ট ২০২১ ১৯:০২ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ০০:২৬
পাকিস্তানে গত মাসে এক বাসে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় চীনের ৯ নাগরিকসহ ১৩ জনের। বৃহস্পতিবার (১২ আগস্ট) এ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসলামাবাদ। এতে প্রতিবেশী আফগানিস্তান ও ভারতকে দায়ী করা হয়েছে। দ্য ডনের খবর।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় তিনি জানান, জঙ্গিগোষ্ঠীগুলো একই ছাতার নিচে এসে এ ঘটনা ঘটিয়েছে। আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান-পাকিস্তান (টিটিপি) এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। আর এ পুরো ঘটনার সঙ্গে পরিষ্কার সংযোগ রয়েছে আফগানিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থার।
সংবাদ সম্মেলনে কোরেশী বলেন, ‘আমরা তদন্তে দেখেছি, এ ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে আফগানিস্তানের এনডিএস ও ভারতের র’র পরিষ্কার সম্পৃক্ততা রয়েছে’।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তদল ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আত্মঘাতী হামলাকারীদের মৃতদেহের অংশ, সিসিটিভির ফুটেজসহ বহু আলামত পরীক্ষা করেছে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ১ হাজার কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত দল এমন উপসংহারে পৌঁছেছে’।
কোরেশী বলেন, ‘হামলায় ব্যবহৃত গাড়িটি পাকিস্তানে পাচার করে নিয়ে আসা হয়েছিল। হামলাকারীরা প্রথমে দিয়ামার-ভাসা বাঁধে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। মূল পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা দাসু জলবিদ্যুৎ প্রকল্প হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। এ হামলায় আফগানিস্তানের ভূমি ব্যবহার করেছে হামলাকারীরা’।
এ ঘটনায় চীনের প্রতিক্রিয়া সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি গত মাসে কৌশলগত আলোচনার জন্য চীন সফর করি। সেখানে বাস বিস্ফোরণের ঘটনাটি নিয়েও আলোচনা হয়েছে। চীন বিশ্বাস করে যে, পাকিস্তান তদন্তটি স্বচ্ছভাবে করেছে এবং তারা (চীন) আমাদের অনুসন্ধানে সন্তুষ্টি প্রকাশ করেছে’।
কুরেশী বলেন, ‘আমরা শুধু অপরাধীদের পরিচয় প্রকাশ করেই থামব না, বরং এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যও আমরা প্রতিশ্রিতিবদ্ধ’।
এর আগে গত ১৪ জুলাই পাকিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্পে চীনা নাগরিক বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে ৯ চীনা নাগরিকসহ ১৩ জনের মৃত্যু হয়। ২৮ চীনা নাগরিকসহ আহত হয়ে আরও অনেকেই।
দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় অন্যতম একটি প্রকল্প। পাকিস্তানের উত্তর খাইবার পাখতুন প্রদেশে এটি অবস্থিত।
গত মাসে বাস বিস্ফোরণের ওই ঘটনার পরপরই অবশ্য বেইজিং এক বিবৃতিতে জানিয়েছিল, ভূরাজনৈতিক খেলার অংশ হিসেবে সন্ত্রাসবাদকে বেছে নিয়ে কেউ কেউ এমন ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই