জামিন নাকচ, প্রযোজক রাজও কারাগারে
১৩ আগস্ট ২০২১ ১৬:২৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ১৯:৪৯
ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট ধীমান চন্দ্র মন্ডলের আদালত রাজের জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে নিয়ে যেতে বলেন। এদিন একই আদালত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে মাদক মামলায় দুই দিন এবং পর্নোগ্রাফির মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাদের আাদলতে হাজির করা হয়।
আরও পড়ুন- জামিন পাননি পরীমনি
আদালতে রাজের পক্ষে আইনজীবী এস এম আখতারুজ্জামান হিমেল জামিন আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এই জামিন আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত।
গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীতে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব-১। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত সোয়া ৮টার দিকে পরীমনিকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ এবং এলএসডি ও আইসের মতো মাদক জব্দ করা হয়।
এর পরপরই রাত সাড়ে ৮টার দিকে বনানীতেই নজরুল ইসলাম রাজের বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। রাত সাড়ে ১০টার দিকে রাজকে তার বাসা থেকে বের করা হয়। তার বাসা থেকেও মাদক জব্দ করা হয়।
র্যাব গোয়েন্দারা জানিয়েছেন, বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রাজকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে বনানীতে একজন এসআই হত্যা মামলার আসামি রাজ। তার বাসাতেও মাদক পাওয়া গেছে। একই ভবনে তার অফিস থেকে বিকৃত যৌনাচার সম্পর্কিত বিভিন্ন সিডি পাওয়া গেছে।
অভিযানের পরদিন রাজধানীর বনানী থানায় নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় রাজের সহযোগী সবুজ আলীকেও আসামি করা হয়।
সারাবাংলা/এআই/টিআর