পদ্মাসেতুতে ফেরির বারবার আঘাতে আমরা বিব্রত: নৌ প্রতিমন্ত্রী
১৩ আগস্ট ২০২১ ১৫:৫৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ১৯:০৩
মুন্সীগঞ্জ: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মাসেতুর কোনো জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়। যদিও এ ধরনের আঘাতে পদ্মা সেতুর কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তারপরও মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। সেতুতে ফেরির বারবার আঘাতে আমরা খুবই বিব্রত বোধ করছি।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএ’র বড়াল জাহাজে চড়ে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরে মাঝিকান্দির ঘাট ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই আঘাতের ঘটনা যেন বারবার না ঘটে সে বিষয়ে করণীয় ঠিক করতে আজ আমাদের উচ্চ পর্যায়ে একটি সভা হবে।’
এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব মো. মেজবাহউদ্দিন চৌধুরী, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির (পরিচালক, বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলসহ অন্যরা।
সারাবাংলা/এমও