Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে আরও ৪ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ১৩:১৪

নারায়ণগঞ্জ: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন সোনারগাঁও ও একজন রূপগঞ্জের বাসিন্দা।

এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।

এছাড়াও, ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৩৫ জনের। তাদের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২৩ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২ হাজার ৬৬৫ জনে।

অন্যদিকে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৪২ জন।

শুক্রবার (১৩ আগষ্ট) সকা‌লে নারায়ণগঞ্জ জেলা সি‌ভিল সার্জন মোহাম্মদ ইম‌তিয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনায় মারা গেছেন ১৩৬ জন ও আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৯ জন। সদরে মারা গেছেন ৫১ জন ও আক্রান্ত হয়েছে চার হাজার ৬৯৩ জন। বন্দরে মারা গেছেন ২৪ জন ও আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৭২ জন। রূপগঞ্জে মারা গেছেন ১৬ জন ও আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৪৫ জন। সোনারগাঁওয়ে মারা গেছেন ৬০ জন ও আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৬৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন চার জন ও আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫১ জন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউনের আওতায় আনা হয়।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর