রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
১৩ আগস্ট ২০২১ ১২:৫৮
ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতএক যুবক মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
শুক্রবার ( ১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা কাফরুল ধানার উপ পরিদশর্ক (এসআই) এসএম সাদ্দাম হোসাইন জানান, সকালে মহাখালী রেলক্রসিংয়ের পাশে রেললাইনে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পরে ওই যুবক। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহতের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল সবুজ ছাপা একটি গেঞ্জি ও কালো হাফপ্যান্ট। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ