Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ১২:৩০ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ১৪:১৮

ফাইল ছবি

ঢাকা: মাদকের মামলায় গ্রেফতার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। বর্তমানে তাকে আদালতের হাজত খানায় রাখা হয়েছে।

আদালত ও সিআইডি সূত্রে জানা যায়, আজকে পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হবে।

এর আগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে দুই দিন করে রিমান্ডে নেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

তারও আগে চারদিনের রিমান্ড শেষে দুপুরে পরীমনিকে আদালতে তোলা হয়। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে চেয়ে আবেদন করে সিআইডি।

 

আরও পড়ুন- এবার পরীমনি ও রাজকে রিমান্ডে পেল সিআইডি
পরীমনি ৪ দিনের রিমান্ডে
আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: পরীমনি
এবার পরীমনি ও রাজকে রিমান্ডে পেল সিআইডি
আদালতে পরীমনি-রাজ, আবারও রিমান্ড আবেদন 

সারাবাংলা/এআই/এসএসএ

আদালতে পরীমনি টপ নিউজ রিমান্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর