Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ধাক্কা: এডিপি বরাদ্দের ৩৭ হাজার কোটি টাকা ব্যয় হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ২১:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ০৩:০০

ঢাকা: করোনাভাইরাসের ধাক্কা লেগেছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি)। ২০২০-২১ অর্থবছরের জন্য সংশোধিত এই এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ নয় হাজার ২৭২ কোটি টাকা। মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে বরাদ্দের ১ লাখ ৭২ হাজার ৫০ কোটি টাকা। সে হিসাবে এই অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮২ দশমিক ২১ শতাংশ। আর এডিপি বরাদ্দে থাকলেও ব্যয় করা যায়নি ৩৭ হাজার ২২২ কোটি টাকা।

আগের অর্থবছরগুলোর তুলনায় কম হলেও এডিপি বাস্তবায়নের এই হার করোনা অভিঘাতের প্রথম অর্থবছর ২০১৯-২০ অর্থবছরের চেয়ে বেশি। ওই অর্থবছরে সংশোধিক এডিপি বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে— এডিপি বরাদ্দের যে ৩৭ হাজার ২২২ কোটি টাকা খরচ করা যায়নি, এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগই ৫ হাজার কোটি টাকার বেশি খরচ করতে পারেনি।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ আরএডিপি বাস্তবায়ন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বরাদ্দেরও বেশি ১০৪ দশমিক ২৭ শতাংশ ব্যয় করেছে মন্ত্রণালয়টি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ও বরাদ্দের বেশি ১০১ দশমিক ২৯ শতাংশ ব্যয় করেছে। এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে— কৃষি মন্ত্রণালয় (৯৭ দশমিক ৫২ শতাংশ), আইএমইডি (৯৬ দশমিক ৯৪ শতাংশ)।

অন্যদিকে এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং আইন ও বিচার বিভাগ।

বিজ্ঞাপন

আইএমইডি’র প্রতিবেদন বলছে. করোনা মহামারির আগে ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ৯৪ দশমিক ১১ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ৮৯ দশমিক ৭৬ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে সরকারি দফতরগুলো। সে হিসাবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এডিপি বাস্তবায়নের হার ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে।

সারাবাংলা/জেজে/টিআর

আইএমইডি আরএডিপি এডিপি এডিপি বাস্তবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর