ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে, ৬ তলা থেকে ‘পড়ে গিয়ে’ মৃত্যু
১৩ আগস্ট ২০২১ ০১:৪৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ০২:৩৫
ঢাকা: পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ছয় তলা থেকে পড়ে গিয়ে হাবিবুর রহমান (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছে। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিল। তবে সে ছয় তলার ছাদ থেকে পড়ে গেছে নাকি এর পেছনে আত্মহত্যার উদ্দেশ্য ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুমূর্ষ অবস্থায় হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাবিবুর পুরান ঢাকার ওই হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই ছয় তলা থেকে পড়ে গিয়েছেন বলে জানতে পেরেছেন। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
হাবিবুরের ভাই মো. সোহাগ জানান, তাদের বাসা সবুজবাগ মাদারটেক এলাকায়। হাবিবুর বনশ্রী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল। পাঁচ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। ছয় তলায় ভর্তি ছিলেন। তার সঙ্গে ছিলেন তিনিও।
সোহাগ বলেন, আমি ও বাবা (আলমগীর পেয়াদা) হাসপাতালেই ছিলাম। রাতে খাবার আনার জন্য নিচে গিয়েছিলাম। এমন সময় জানতে পারি, হাবিবুর ছয় তলা থেকে পড়ে গেছে। পরে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, হাবিবুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের ছয় তলায় ভর্তি ছিল। সে পড়ে গিয়ে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে— বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি জানান, ঘটনার সময় হাবিবুরের বাবা ও ভাই খাবার আনতে বাইরে ছিলেন। এমন সময় এ ঘটনা ঘটেছে। হাসপাতালের ছয় তলার ওই বারান্দায় দুই থেকে আড়াই ফুট উঁচু রেলিং আছে। সবকিছুই তদন্ত করে দেখছে পুলিশ।
সারাবাংলা/এসএসআর/টিআর
টপ নিউজ ডেঙ্গু আক্রান্ত ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতাল