Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ১৫ দিনের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আসবে: পরিকল্পনামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ০১:১৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ১১:১২

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। করোনা আক্রান্ত মানুষের সেবা নিশ্চিত করছে। শুধু তাই নয় লকডাউনে অসহায় মানুষের বাড়ি বাড়ি সরকার খাবার পাঠিয়ে দিয়েছে। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্হাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করতে পারেনি, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হয়নি, বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলে উন্নয়নের কাজ করছি। তাই হাওর অঞ্চলের মানুষের কাছে প্রধানমন্ত্রী এত জনপ্রিয়।

পরে পরিকল্পনামন্ত্রী ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও ৫০ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন ভবন উদ্বোধন করেন।

সারাবাংলা/এসএসএ

করোনা পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর