Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা পাচারে নেমে ধরা ২ দম্পতি ও ২ ভাই

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ২১:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবা বিক্রির অভিযোগে দুই দম্পতি ও দুই ভাইসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, তারা চট্টগ্রাম থেকে দেশের বিভিন্নস্থানে ইয়াবা পাচার করত।

বুধবার (১১ আগস্ট) রাতে নগরীর স্টেশন রোড ও চকবাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার ছয় জন হলো- ইকবাল হোসেন (৪৬) ও তার স্ত্রী শামসুন নাহার (৩৫), কামাল হোসেন (৩৭) ও তার স্ত্রী রিনা আক্তার (২৫) এবং লিটন আহমেদ (৪০) ও তার ভাই রিপন আহমেদ (২৮)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাতে ইয়াবা বিক্রেতাদের একটি চক্র নগরীর স্টেশন রোডে অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইকবাল, রিনা, লিটন ও শামসুন নাহারকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে নগরীর চকবাজার ডিসি রোডে কালাম কলোনিতে অভিযান চালিয়ে কামাল ও রিপনকে গ্রেফতার করা হয়। এরপর ইকবালের কালাম কলোনির বাসায় অভিযান চালিয়ে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়েছে, তারা চট্টগ্রামের পাইকারি বিক্রেতাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করত। সেই ইয়াবা মজুদ করা হত তাদের বাসায়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কৌশলে সেগুলো নিয়ে যেত এবং বিক্রি করত। ঢাকায় ইয়াবা নিয়ে যাবার জন্য চারজন স্টেশন রোডে জড়ো হয়েছিল। লিটন ও কামালের তাদের কাছে ইয়াবা পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেই র‌্যাব অভিযান চালায়।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর