Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবি রক্ষার আকুতি রঙ তুলিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ২১:২৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ০৩:৪৩

চট্টগ্রাম ব্যুরো: সবুজ পাহাড়টার গা বেয়ে নেমে গেছে পিচঢালা পথ। সর্পিল পথ ছুঁয়ে সবুজ ঘাসের ওপর ঠিকরে পড়া রোদের আলো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি বৃক্ষ। গুল্ম আর লতা জড়িয়ে বাড়িয়েছে তারা শোভা। রঙ আর তুলিতে এমন নৈসর্গিক সৌন্দর্য্য তুলে ধরে চট্টগ্রামের সিআরবি রক্ষার আকুতি জানিয়েছেন একদল শিল্পী।

সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) ছবি আঁকার মধ্য দিয়ে প্রতিবাদ জানানোর এই ব্যতিক্রমি কর্মসূচির আয়োজন করে ‘পিপলস ভয়েস’ নামে একটি পরিবেশবাদী সংগঠন। শুধু ছবি নয়, সিআরবির সাত রাস্তার মোড়ে এ আয়োজনের মধ্যে ছিল প্রতিবাদী গান-আবৃত্তি এবং ফাঁকে ফাঁকে বক্তব্যও।

বিজ্ঞাপন

ছবি আঁকেন গৌতম পাল, শিল্পী কাজল দেবনাথ, প্রিয়াস বিশ্বাস, সামাচিং মারমাসহ আরও কয়েকজন। প্রতিবাদী সংগীত পরিবেশন করেন শিল্পী শঙ্কর দে, আলাউদ্দিন তাহের, সুজিত চক্রবর্তী ও জগন্নাথ দাশ। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কঙ্কন দাশ, প্রণব চৌধুরী, সেলিম রেজা সাগর, তাসকিয়াতুন নূর তানিয়া ও সঞ্জয় পাল।

পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে ও সাংবাদিক মিঠুন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, পরিবেশবিদ মোহাম্মদ ইদ্রিস আলী, প্রাণ-প্রকৃতি গবেষক ও পরিবেশবাদী সংগঠন ইকো’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাসদ নেতা মহিন উদ্দিন, লেখক তুষার কান্তি বসাক, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, সাংবাদিক প্রীতম দাশ, পিপলস ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান।

বিজ্ঞাপন

সরকার সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা।

এদিকে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ করেছে ‘সিআরবি রক্ষা মঞ্চ’। সমাবেশে মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, ‘সিআরবিতে ইউনাইটেডের হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে চট্টগ্রামবাসীর আন্দোলন দিন দিন আরও বেগবান হচ্ছে। কিন্তু সরকার আন্দোলনকে আমলে নিচ্ছে না। সিআরবি ধ্বংসের কালো চুক্তি বাতিল করছে না। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ আন্দোলন আস্তে আস্তে সারাদেশে ছড়িয়ে পড়বে। সরকারকে অবিলম্বে হাসপাতাল প্রকল্প বাতিলের ঘোষণা দিয়ে জনগণের ক্ষোভ প্রশমনের আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন রাজনীতিক রাজা মিঞা, রেল শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান, গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান খান, রাজনীতিক আমির আব্বাস তাপু, হাসান মারুফ রুমি, অপু দাশগুপ্ত, মহিনউদ্দিন, শফি উদ্দিন কবির আবিদ, আসমা আক্তার, সত্যজিৎ বিশ্বাস, বিশুময় দেব, সিঞ্চন ভৌমিক, নাসির জোশি প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর