Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গমাতা ছিলেন স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সহযাত্রী’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ২০:৪১

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, বঙ্গমাতা ছিলেন স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সহযাত্রী। আমৃত্যু জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) যশোরের ঝিকরগাছা উপজেলার ফুল বিপণন কেন্দ্রে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘বেগম ফজিলাতুন্নেছা সহযাত্রী হিসেবেই ১৫ আগস্টে জীবন উৎসর্গ করেছেন। এই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অম্লান রাখার জন‍্য দেশের প্রতিটি উপজেলায় বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের বতর্মান অবস্থার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার, যেখানে ভারতের আয় এক হাজার ৯৪৭ ডলার ও পাকিস্তানের মাথাপিছু আয় এক হাজার ২০০ ডলার। করোনার সময়েও দেশের উন্নয়ন থেমে নেই।’

অনুষ্ঠানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৭৬ জন ফুলচাষির মাঝে ৪ শতাংশ সরল সুদে ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যশোর-২ আসনের সংসদ সদস‍্য মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন, কৃষিবিদ মো. আবদুল কাদের, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ অন্যরা।

সারাবাংলা/জেআর/এমও

নির্ভীক সহযাত্রী প্রতিমন্ত্রী বঙ্গমাতা স্বাধীনতা সংগ্রাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর