Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের জানাজা পড়ালেন সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ২০:২৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ২০:২২

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের মা শামসুন্নাহার বেগম (৯০)। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম করিম উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে করিম উদ্দিন সরকারি পাবলিক ডিগ্রি কলেজ মাঠে শামসুন্নাহার বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ছেলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১১ আগস্ট) বেলা ১১টা ৩৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামসুন্নাহার বেগম। পরে সিএমএইচ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বৃহস্পতিবার সকালে শামসুন্নাহারের মরদেহ ঢাকা থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলায় তার নিজ বাড়ি নেওয়া হয়।

জানাজায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল হক ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসার, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ও লালমনিরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শামসুন্নাহার বেগম (৯০) মুক্তিযোদ্ধা সংগঠক প্রয়াত করিম উদ্দিন আহমেদের স্ত্রী। তার ৬ ছেলে ও ৭ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় বড় ছেলে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি বাড়িতে অসুস্থ হয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। ওইদিন ঢাকায় সিএমএইচে নেওয়া হয়।

শামসুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়াও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রিসভার সদস্যরা। পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর