‘রফতানি বাজার বাড়াতে চিড়া-মুড়িতে সীমাবদ্ধ থাকলে চলবে না’
১২ আগস্ট ২০২১ ১৯:৪৬
ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রফতানি বাজার সম্প্রসারণ করতে হলে চানাচুর, চিড়া, মুড়িতে আটকে না থেকে প্রক্রিয়াজতকরণে উচ্চ চাহিদাসম্পন্ন উন্নতমানের পণ্য উৎপাদন বাড়াতে হবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাসিজ (এফবিসিসিআই) আয়োজিত ‘বঙ্গবন্ধুর কৃষি ভাবনা: আগামীর চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘প্রাণ, স্কয়ার, এসিআইয়ের মতো যারা বড় কোম্পানি রয়েছে তাদের কাছে আমার অনুরোধ তারা যেন চানাচুর, মুড়ি-চিড়ার মতো পণ্যের রফতানিতে আটকে না থাকে। আন্তর্জাতিক বাজার ধরতে হলে অবশ্যই উন্নতমানের পণ্য উৎপাদন করতে হবে।’
তিনি বলেন, ‘অনেক দেশ আছে তাদের কৃষিপণ্য নেই; কিন্তু প্রক্রিয়াজাত পণ্যের বড় রফতানিকারক। কিন্তু আমাদের আনারস, আমের মতো পণ্যের যথেষ্ট উৎপাদন থাকার পরও উন্নত পণ্য তৈরি করতে পারছি না। এখন সময় এসেছে উন্নত মানের পণ্যের প্রক্রিয়াজাতকরণে মনোযোগী হওয়ার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘ভিয়েতনাম আমাদের চেয়ে অনেক ছোট্ট একটি দেশ হয়েও বছরে কৃষিপণ্য রফতানি করে ১০০ বিলিয়ন ডলার আয় করছে। শুধু টমেটোই রফতানি করে বিলিয়ন ডলারের বেশি। সুতরাং আমাদের আরও আগাতে হলে গ্রিন হাউজ পদ্ধতিতে চাষাবাদ, টিস্যু কালচার করতে হবে, বৃহৎ খামার তৈরি করতে হবে, কৃষির বাণিজ্যিকিকরণ করতে হবে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘রাজনৈতিক জীবনের গোড়া থেকেই কৃষক স্বার্থের প্রতি সংবেদনশীল ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সালের নির্বাচনি ইশতেহারে কৃষিবান্ধব প্রস্তাবনা দিয়েছিলেন। ১৯৭২ এ স্বদেশ প্রত্যাবর্তনের দিনেই ভাষণে বলেছিলেন, যদি দেশবাসী খাবার না পায়, যুবকরা চাকরি না পায় তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, পূর্ণ হবে না।’
অনুষ্ঠানে প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘এ খাতের উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংকের কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। বিএফএসএ, বিএসটিআইকে মিলে প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়নে ভুমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘স্বাধীনতার পর প্রথম বঙ্গবন্ধু যখন রাষ্ট্র পরিচালনার হাল ধরেন তখন বঙ্গবন্ধুর জন্য চ্যালেঞ্জ ছিল অনেক। যুদ্ধবিধ্বস্ত দেশ, অর্থনীতির ভগ্ন অবস্থা, কলকারখানায় উৎপাদন বন্ধ, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার দেশে বঙ্গবন্ধুর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য নীতি নির্ধারণ করা ও প্রায় ২০০ বছর ধরে অবহেলিত কৃষি এবং কৃষকের উন্নয়ন এবং শিল্প ও বাণিজ্যকে পুনরুদ্ধার করা।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম