‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ
১২ আগস্ট ২০২১ ১৮:৩৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ০৩:৩৫
উত্তর জার্মানির কর্তৃপক্ষ প্রায় সাড়ে আট হাজার মানুষকে ফের করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে অনেককেই রাজনৈতিক উদ্দেশ্যে ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ করা হয়েছিল বলে পুলিশের বরাতে জানাচ্ছে বিবিসি।
জার্মানির উত্তরে সমুদ্র উপকূলবর্তী শহর ফ্রাইসল্যান্ডের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে এক জন নার্সের কারণে এ ঘটনা ঘটেছে এমনটা জানিয়ে তার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
এর আগে, চলতি বছরের এপ্রিলে জানানো হয়েছিল অন্তত ছয়জনকে ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ করা হয়েছিল। তাদের প্রায় সকলেই ৭০ এর বেশি বয়স্ক এবং মহামারিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিপূর্ণ বয়ঃসীমায় ছিলেন।
এ ব্যাপারে ঘটনা তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেন, ৪০ বছর বয়সী ওই নার্স আগেও সামাজিক যোগাযোগের মাধ্যমে করোনা মহামারি নিয়ে গুজব ছড়িয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ওই নার্স এমন ঘটনা ঘটিয়েছেন।
যদিও এর আগে, ওই নার্স বলেছিলেন ভুলক্রমে তার হাত থেকে একটি ভ্যাকসিন ভাওয়েল পড়ে ভেঙে যাওয়ার পর তিনি কয়েকজনকে স্যালাইন পুশ করছিলেন। কিন্তু, তদন্ত করে দেখা যাচ্ছে, ভ্যাকসিনের বদলে স্যালাইন পাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি।
সারাবাংলা/একেএম