Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মী নির্যাতনের মামলায় একার জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৮:০২ | আপডেট: ১২ আগস্ট ২০২১ ১৮:১০

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার উলন রোডের একটি বাসায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার( ১২ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর নায়িকার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুরের আদশ দেন। এদিকে গত ১০ আগস্ট একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত ১ আগস্ট বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একার জামিন ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা সিমন হাসান একাকে (৪২) আটক করে পুলিশ।

জানা যায়, নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়। সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর একাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানের সময় একার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং প্লাস্টিকের বোতলের মদ পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদক সংক্রান্ত গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় একা বিক্রির উদ্দেশ্যে নেশাজাতীয় মাদক ইয়াবা-গাঁজা-মদ নিয়ে হেফাজতে রাখেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

একা জামিন না মঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর