Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলায় জি এম কাদেরের ক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৭:৪৪

ঢাকা: খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে তদন্ত সাপেক্ষ প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিদ্যমান। তাই কোনো গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

জি এম কাদের মন্দির হিন্দুদের বাড়িতে হামলা