অগ্রসর হচ্ছে তালেবান, আফগান সেনাপ্রধান পরিবর্তন
১২ আগস্ট ২০২১ ১৫:৩৮
রাজধানী কাবুল অভিমুখে অগ্রসর হচ্ছে তালেবান বিদ্রোহীরা। এক সপ্তাহের মধ্যে তারা ১০টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তালেবানের এমন দ্রুত অগ্রযাত্রার আফগান সেনাবাহিনীর সর্বোচ্চ পদে রদবদল করা হয়েছে।
দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে অপরসারণ করা হয়েছে বলে বুধবার বিবিসিকে নিশ্চিত করেছে আফগানিস্তানের সরকারি সূত্র।
এর আগে, বুধবার (১১ আগস্ট) কান্দাহার ও গজনি শহরে তীব্র লড়াই চলার খবর পাওয়া গেছে।
জাতিসংঘ জানাচ্ছে, শুধুমাত্র জুলাই মাসে আফগানিস্তানে হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
এদিকে, উত্তরাঞ্চলীয় আরেকটি প্রাদেশিক রাজধানী কুন্দুজে কয়েকশ সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে এমন খবর পাওয়া যাচ্ছে। তালেবান শহরটির দখল নেওয়ার পর তারা পিছু হটে শহরটির বিমানবন্দরে অবস্থান নিয়েছিল।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের রাস্তায় রাস্তায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে বলে রেডক্রস জানিয়েছে। তালেবান শহরটির কারাগার দখলের দাবি করেছে, তবে তা নিশ্চিত হয়নি।
রেডক্রসের মহাপরিচালক রবার্ট মারদিনি জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গায়ের হাসপাতালগুলো মৃতদেহ সামলাতে হিমশিম খাচ্ছে।
বিভিন্ন অঞ্চলে দুই পক্ষের এসব লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আফগান বিমান বাহিনী দেশটির বিভিন্ন স্থানে তালেবান অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।
সারাবাংলা/একেএম