Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ কথামালার চাতুর্য বিশ্বাস করে না: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৩:৫৭ | আপডেট: ১২ আগস্ট ২০২১ ১৬:৩১

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না, কারণ জনগণ এসব কথামালার চাতুর্য বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, হঠকারী রাজনীতির কারণে তারা কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কী না আগে দেখুন।

মিডিয়ার কল্যাণে বিএনপি বেঁচে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। বিদেশ থেকে ইথারে যে সিদ্ধান্ত ভেসে আসে, ঢাকায় বসে মিডিয়ার মাধ্যমে বিএনপি নেতারা তারই পুনরাবৃত্তি করছে মাত্র, ফরমায়েশ কার্যকর করছে।

দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই দাবি করে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার সংক্রমণ এখনও উচ্চমাত্রায় রয়েছে। নিজের জীবনের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। তা নাহলে পরিস্থিতির অবনতি ঘটলে জনস্বাস্থ্য ও জনস্বার্থের সুরক্ষায় সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে।

সারাবাংলা/এনআর/এএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর