চট্টগ্রামে করোনা সংক্রমণের হার নিম্নমুখী
১২ আগস্ট ২০২১ ১২:৪৭ | আপডেট: ১২ আগস্ট ২০২১ ১৬:৫৫
চট্টগ্রাম ব্যুরো : গত ছয়দিন ধরে চট্টগ্রামে কমছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকারি হিসেবে মৃতের সংখ্যাও কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, আগেরদিন বুধবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এরমধ্যে নগরীর ৩৩৬ জন এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।
উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে বোয়ালখালীতে। এদিন বোয়ালখালীতে ৭৮ জন, হাটহাজারীতে ৪১ জন, রাউজানে ৪০ জন, রাঙ্গুনিয়ায় ২৩ জন, বাঁশখালী ও ফটিকছড়িতে ১৪ জন করে, সীতাকুণ্ডে ১২ জন, পটিয়ায় ১০ জন, মীরসরাইয়ে ৭ জন, আনোয়ারায় ৬ জন, চন্দনাইশে ৪ জন, সাতকানিয়ায় ৩ জন, সন্দ্বীপে একজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে লোহাগাড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হননি।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, চট্টগ্রামে গত ৬ আগস্টের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ১১১৪ জন আক্রান্ত এবং ১৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়। এরপর গত ছয়দিনে আর হাজারের ওপরে আক্রান্ত শনাক্ত হয়নি। মৃত্যুর সংখ্যাও কমেছে।
৭ আগস্ট আগের ২৪ ঘণ্টায় ৯২৮ জন আক্রান্ত ও ৮ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়। ৮ আগস্ট ৯৩৩ জন আক্রান্ত ও ১৫ মৃত্যু, ৯ আগস্ট ৫০৭ জন আক্রান্ত ও ১৩ মৃত্যু, ১০ আগস্ট ৮৭৯ জন আক্রান্ত ও ১০ মৃত্যু, ১১ আগস্ট ৭৭২ জন আক্রান্ত ও ১২ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে। সর্বশেষ ১২ আগস্ট আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার গত ছয়দিনের মধ্যে সবচেয়ে কম শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৩ হাজার ২৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৮ হাজার ৬৭৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৪ হাজার ৫৯৪ জন।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১১০৩ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৪০ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৪৬৩ জন।
সারাবাংলা/আরডি/এএম