Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ০৮:৪৬

ঠাকুরগাঁও: সদর উপজেলার রুহিয়ায় বজ্রপাতে তৌহিদুল ইসলাম (২৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ( ১১ আগস্ট) দুপুরে রুহিয়া থানার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও দলুয়াপড়া গ্রামে এই ঘটনা ঘটে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মৃত তৌহিদুল ইসলাম বাড়ির পাশে আমন ধান ক্ষেতে সার ছিটানোর সময় হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তৌহিদুল ইসলাম ধান ক্ষেতে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসএ

কৃষকের মৃত্যু ঠাকুরগাঁও বজ্রপাত

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর