Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় এলো সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ০১:২০

ঢাকা: বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে এসে পৌঁছেছে আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের ভ্যাকসিন।

বুধবার (১১ আগস্ট) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় এমিরেটসের একটি কার্গো ফ্লাইটে ভ্যাকসিনের এই চালান ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

এর আগে, মঙ্গলবার (১০ আগস্ট) কোভ্যাক্সের আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেশে আসে।

উল্লেখ্য, দেশে এর আগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠিয়েছে। এছাড়াও কোভ্যাক্স থেকে সরাসরি ফাইজারের ভ্যাকসিনও পেয়েছে বাংলাদেশ। এবারই প্রথমবারের মতন কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ভ্যাকসিন দেশে এলো।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্মের সঙ্গে আরও ছয় কোটি ভ্যাকসিন কেনার চুক্তি হচ্ছে। দেশে আরও ৫৪ লাখ ভ্যাকসিন আসবে ১৫ আগস্টের মধ্যে। এর মাঝে চীন থেকে কেনা ১০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন ও কোভ্যাক্স থেকে আসবে ৩৪ লাখ ডোজ ভ্যাকসিন।

সারাবাংলা/এসবি/একে

কোভ্যাক্স টপ নিউজ ভ্যাকসিন সিনোফার্ম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর