Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন উৎপাদনে পরিকল্পনা করতে হবে: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ০০:০১

আ স ম আবদুর রব | ফাইল ছবি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় (ভার্চুয়াল) আ স ম আবদুর রব বলেছেন, ভয়ংকর করোনা সারাবিশ্বে বিরূপ প্রভাব ফেলছে। এর ভবিষ্যৎ ফল কতটা ভয়ংকর হতে পারে, কতটা মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে তাতে শঙ্কিত দেশবাসীসহ সারা বিশ্ববাসী। করোনা মোকাবিলায় ভ্যাকসিনদানের অপরিহার্যতা বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু আমাদের মতো বিশাল জনগোষ্ঠী সম্পন্ন দেশের জন্য ভ্যাকসিন সংগ্রহ করা, ভ্যাকসিন ক্রয় করা বা ভ্যাকসিন উৎপাদন করা কোনোটিই সহজ কাজ নয়।

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আ স ম আবদুর রব এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কার্যকরী সাধারণ সম্পাদক ও সমন্বয়ক জেএসডি ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটি। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনসার উদ্দিন।

আবদুর রব বলেন, ‘চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ভ্যাকসিন আসবে এবং বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন আসছেও। তারপরও এসব ভ্যাকসিন আমাদের প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এ ছাড়া চুক্তিবদ্ধ হওয়া ও আগাম মূল্য পরিশোধ সত্ত্বেও ভারত ভ্যাকসিন রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সংশ্লিষ্ট উৎস থেকে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। ১৮ কোটি মানুষের দেশে হার্ড ইমিউনিটি অর্জনের লক্ষে ২৬ কোটি ভ্যাকসিন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা আসলেই দুরূহ। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় ভ্যাকসিনের কোনো বিকল্প নেই তাই সরকারকে ভ্যাকসিন উৎপাদনে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিজস্ব ভ্যাকসিন উৎপাদন ইউনিট রয়েছে। এই সংস্থার ভ্যাকসিন উৎপাদন কাঠামো, জনবল এবং গবেষক থাকায় দ্রুত ভ্যাকসিন উৎপাদন করা সহজতর হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়টিও সরকারের বিবেচনায় রাখতে হবে। ভ্যাকসিন উৎপাদনে বেসরকারি খাতেও প্রণোদনা প্রদানে নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

করোনা জেএসডি ভ্যাকসিন রব

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর