Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের প্রতিবাদমুখর সিআরবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ২৩:২৩ | আপডেট: ১২ আগস্ট ২০২১ ১২:২৫

চট্টগ্রাম ব্যুরো: মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে দেওয়া কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর চট্টগ্রামের সিআরবি এলাকা ফের প্রতিবাদমুখর হয়ে উঠেছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক হয়ে সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।

বুধবার (১১ আগস্ট) বিকেলে সিআরবিতে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রাম। অন্যদিকে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সিআরবি রক্ষা মঞ্চ।

বিজ্ঞাপন

নাগরিক সমাজের অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রামের একমাত্র মুক্তাঙ্গন সিআরবি ছিল, সিআরবি আছে, সিআরবি থাকবে। কোনো বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবিকে তুলে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চট্টগ্রামের ফুসফুসকে রক্ষায় চট্টগ্রামবাসীর প্রাণের দাবির যথাযথ মর্যাদা দিয়ে সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্প অন্যত্র সরিয়ে নিন।

নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আইনজীবী এএইচএম জিয়াউদ্দিন, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, স্বপন মজুমদার, দেওয়ান মাকসুদ, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বেলায়েত হোসেন, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, পরিবেশকর্মী আলিউর রহমান, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, সাবেক ছাত্রনেতা নূরুল আজিম রণি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন শ্রমিক সংগঠন, সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।

সংগঠক মহসীন কাজী সারাবাংলাকে জানিয়েছেন, হাসপাতাল প্রকল্প সিআরবি থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে নাগরিক সমাজ সিআরবিতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে। প্রতিদিন মিছিল-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবাদি নানা ধরনের আয়োজন থাকবে।

এদিকে ‘সিআরবি রক্ষা মঞ্চ’ হাসপাতাল স্থাপনে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলের সম্পাদিত অবৈধ চুক্তি বাতিল করার দাবিতে নগরীর কাজীর দেউড়িতে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো সিআরবি এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে বৃহস্পতিবার চেরাগি মোড়ে সমাবেশ, শুক্রবার সিআরবি থেকে সন্ধ্যা ৬ টায় মশাল মিছিলসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, ‘সিআরবিতে ইউনাইটেড গ্রুপের হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে গণআন্দোলনে ভীত হয়ে রেল কর্তৃপক্ষ ও সুবিধাভোগীরা নানা চক্রান্ত করছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে হাসপাতালের নামকরণের প্রস্তাব তারই নমুনা। আমরা স্পষ্ট বলতে চাই- চট্টগ্রামবাসীর গণরায় হল, সিআরবিতে কোনো অবস্থায় কোনো হাসপাতাল ও স্থাপনা নির্মাণ করা যাবে না। অবিলম্বে এ চুক্তি বাতিল না করলে চট্টগ্রামে আগুন জ্বলবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন রাজনীতিবিদ রাজা মিঞা, চবি শিক্ষক আমির উদ্দিন, শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান, সিদ্দিকুল ইসলাম, রাজনীতিক হাসান মারুফ রুমী, আমির আব্বাস তাপু, অপু দাশগুপ্ত, মহিনউদ্দিন, শফি উদ্দিন কবির আবিদ, আসমা আক্তার, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, আইনজীবী বিশুময় দেব, সাবেক ছাত্রনেতা আল কাদেরী জয়, সিঞ্চন ভৌমিক, এস এম নুরুল ইসলাম, সংগঠক ফরহাদ জামান জনি, শান্তনু দাশ, নাসির জোশি, ইসতিহাদ শিপন প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর