Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামান: ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ২১:৫২

ঢাকা: করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমলাদের বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবেন। সচেতনতার কাজে তাদের ব্যবহার করুন। তাদের রাস্তায় নামান।

বুধবার (১১ আগস্ট) কারওয়ান বাজারের পেট্রবাংলার সামনে গণসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন। নাগরিক সমাজের ব্যানারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে। মৃত্যুর খবর যা প্রকাশ হচ্ছে, তা থেকে বেশি মৃত্যু হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েকশত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। আজকে অনেক মানুষের মশারি নাই। হাসপাতালে রোগীদের মশারি দেওয়া হয়নি। সরকার বক্তৃতা দিচ্ছে, মিথ্যাচার করছে, একে অপরকে দোষারোপ করছে। সরকারের প্রতি অনুরোধ, এইসব বাগাড়ম্বর না করে, সত্য কথাটা বলেন।’

গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এইভাবে করোনার বিস্তার আরও বাড়ছে। কোনো প্রকার পরিকল্পনা ছাড়া, সমন্বয় ছাড়া গণটিকা কার্যক্রম চালিয়ে মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।’

স্কুল-কলেজ খোলার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারতো। আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা দেশের ৫০ শতাংশ মানুষের মাস্ক পরে না। যারা পরে তারা মুখে লাগায় না, গলায় ঝুলিয়ে রাখে।’

গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডি কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, গণফোরামের ঢাকা মহানগর সভাপতি আবু সাঈদ, ঢাকা মহানগর গণসংহতি আন্দোলন সমন্বয়ক মনির উদ্দিন পাপ্পু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা আলী আকবর খান, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর