এনডিএফ বিডি ডিবেটের ফাইনালে ঝিনাইদহ ও সিলেট ক্যাডেট কলেজ
১২ আগস্ট ২০২১ ০০:১২ | আপডেট: ১২ আগস্ট ২০২১ ০৯:২৬
শেষ হল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে আলেশা হোল্ডিং লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২১ এর সেমি ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতার ফাইনালে অংশ নেবে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ। ‘উই আর থাউসেন্ডস স্প্লেনডিড সানস’ এই স্লোগানকে ধারণ করে আগামী ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।
এর আগে সমগ্র দেশজুড়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর ৯টি সাংগঠনিক অঞ্চলে ৬৪ জেলায় বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্ব শেষে মঙ্গবলার (১০ আগস্ট) শুরু হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। দিনের শুরুতে ৮টি জোন থেকে আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে শুরু হয় টপ ৮-এর লড়াই। চারটি ভার্চুয়াল ভেন্যুতে একযোগে এই প্রতিযোগিতা শুরু হয়।
ভেন্যু-এক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের মুখোমুখি হয় খুলনা পাবলিক কলেজ। উক্ত বিতর্কে স্পিকার তথা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র যুগ্ম সচিব তাসিন রিয়াজ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র অ্যাডভাইজার টু চেয়ারম্যান ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ও বর্তমান লেকচারার সুব্রত কুমার প্রামানিক ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের সহকারি অধ্যাপক জাহিদ হাসান। ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আরমানি তরফদার, টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন সাফায়েত হোসেন স্বচ্ছ। বিতর্কে ৩-০ ব্যালটে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ জয়লাভ করে ।
ভেন্যু- দুই
সিলেট ক্যাডেট কলেজের মুখোমুখি হয় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ। উক্ত বিতর্কে স্পিকার তথা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুব হাসান রিপন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শফিক বাপ্পী ও খুলনা জোনের সংগঠক ও বিতার্কিক রেজা আল সামাউন বিন আশরাফ। ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আসিফুল হুদা চৌধুরী, টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন জিন্নাত মালিয়াত সীমা। বিতর্কে ৩-০ ব্যালটে সিলেট ক্যাডেট কলেজ জয়লাভ করে ।
ভেন্যু- তিন
এই ভেন্যুতে রাজশাহী ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের মুখোমুখি হয় ঝিনাইদহ ক্যাডেট কলেজ। উক্ত বিতর্কে স্পিকার তথা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব জীবন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র যুগ্ম সচিত অরুপ রতন শীল এবং চট্রগ্রাম অঞ্চলের ইকরাতুজ জাহান ও অন্যান্য। ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তুষার ধার, টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন আফরিন মাহি। প্রতিযোগিতায় ২-১ ব্যালটে ঝিনাইদহ ক্যাডেট কলেজ জয়লাভ করে।
ভেন্যু-চার
এখানে কুমিল্লা ক্যাডেট কলেজের মুখোমুখি হয় সাভার ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। উক্ত বিতর্কে স্পিকার তথা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও সাবেক খুলনা বিশ্ববিদ্যালয়-এর বিতর্ক সংগঠন নৈইয়ায়িক এর সাবেক সভাপতি আফসান আক্তার অ্যানি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির ময়মনসিংহ অঞ্চলের সংগঠক জান্নাতুল নাইম চঞ্চল ও সাফায়াত সায়মা অপি ও অন্যান্য। ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মাইমুনা মোস্তফা, টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল আহমেদ ফাহিম। বিতর্কে জয়লাভ করেন সাভার ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। কন্ট্রোল রুম কো-অরডিনেশন এসিস্টেনস হিসেবে দায়িত্ব পালন করেন সাদিয়া আফরিন মোহনা। স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পাওলন করেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান জুয়েল চৌধুরী এবং আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কো-চেয়ারম্যান তাকদিরুল গণি।
রাত ৯টায় শুরু হয় স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল রাউন্ড। প্রথম সেমিফাইনালে সাভার ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজের মুখোমুখি হয় সিলেট ক্যাডেট কলেজ। উক্ত বিতর্কে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির কো-চেয়ারমান ও সাবেক ডিইউডিএস-এর সহ-সভাপতি আব্দুল কাইয়ূম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান আশিকুর রহমান আকাশ ও এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুব হাসান রিপন। ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আসিফুল হুদা চৌধুরী, টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন জিন্নাত মালিয়াত সীমা। বিতর্কে ও ২-১ ব্যালটে জয়লাভ করে সিলেট ক্যাডেট কলেজ ।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ। উক্ত বিতর্কে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র সাবেক মহাসচিব ও বর্তমান মহাপরিচালক ডা. সোহানূর রহমান সোহান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও সাবেক খুলনা বিশ্ববিদ্যালয়-এর বিতর্ক সংগঠন নৈইয়ায়িকের সাবেক সভাপতি আফসান আক্তার অ্যানি ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক অনুরাগ নন্দি ও অন্যান্য। ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তুষার ধার, টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন আফরিন মাহি। বিতর্কে ২-১ –এ জয়লাভ করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ।
এই আয়োজনের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে উৎসবের ২য় দিন তথা ১৪ই আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে। ওয়ার্ল্ড কুইজ কম্পিটিশনে ২য় রাউন্ড অনুষ্ঠিত হয় সোমবার (৯ আগস্ট) রাত ৮টায়। উক্ত রাউন্ডে সেরা ৫০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। ওয়ার্ল্ড কুইজ কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে উৎসবের ২য় দিন সকাল ৯টা ৩০ মিনিটে।
সারাবাংলা/আরএফ
আলেশা হোল্ডিং লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২১ এনডিএফ এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২১