Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে না গিয়ে ইয়াবার কারবারে শিক্ষক, চাকরিও বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ২০:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ এক স্কুলশিক্ষক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় দুই বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক। তবে তিনি এখনও চাকরিতে বহাল আছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে ওই স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়। পরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীরপূল এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেফতার স্কুলশিক্ষক জয়নাল আবেদিনের (৪২) বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার জুলহারপাড়া গ্রামে। তিনি খুরুশকুল এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গ্রেফতার অপর দু’জন হল- তার শ্যালক মোবারক হোসেন (২৭) ও রেজাউল করিম দিদার (৩১) নামে আরেক ব্যক্তি। তিনজনের কাছ থেকে ২১ হাজার ৭০০ পিস ইয়াবা ও নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, গত ৮ আগস্ট রাতে নগরীর ডবলমুরিং থানার কদমতলী মোড়ে ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মূলত প্রথমে জয়নাল আবেদিনের বিষয়ে তথ্য পায় পুলিশ।

এরপর মঙ্গলবার রাতে নগরীর দেওয়ানহাট মোড় থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ জয়নালকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে আরও ২০ হাজার ইয়াবা এবং মাদক বিক্রির সাড়ে আট লাখ টাকাসহ বাকি দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

জয়নালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি মহসীন বলেন, ‘জয়নাল ২০১৯ সালে প্রথম কুমিল্লায় ইয়াবাসহ গ্রেফতার হয়। জামিনে বের হওয়ার পর কক্সবাজারের রামুতে আবার ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। মূলত এরপর থেকে গত দুইবছর ধরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি সেখানকার শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, জয়নাল এখনও চাকরিতে বহাল আছেন। তবে ইয়াবা সংক্রান্ত একাধিক মামলার আসামি হওয়া এবং স্কুলে অনুপস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে প্রতিবেদন দেওয়া হয়েছে।’

‘মাদকের জগতে জয়নালের পরিচিতি দুলাভাই নামে। একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে তিনি ইয়াবা সরবরাহ করতেন। বড় একটি চালান সরবরাহের পর সেই নম্বর বন্ধ করে দিতেন। আমরা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলার তথ্য পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে জয়নাল। দুই বছরেরও বেশি সময় ধরে সে ইয়াবা ব্যবসায় জড়িত’— বলেন ওসি মহসীন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইয়াবা টপ নিউজ স্কুল শিক্ষক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর