ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু
১১ আগস্ট ২০২১ ১৯:৫৮ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ২০:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর মেয়র গলির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. মাসুদুর রহমান (৫০) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে আর্মড ফোর্সেস ব্যাটেলিয়নে (এপিবিএন) দায়িত্বরত ছিলেন। বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কুন্দুনা গ্রামে।
নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘বায়েজিদের দিক থেকে আসা মোটরসাইকেল দুই নম্বর গেটের দিকে যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটি দ্রুতগতিতে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আরোহী মাসুদুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক সারাবাংলাকে জানান, গুরুতর আহত অবস্থায় মাসুদুর রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এদিকে, ওসি জাহিদুল কবীর জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে। তারা হলেন— চালক মো. হাসানুর (৩৫) ও তার সহকারী মো. সুজন (১৮)। তবে প্রাথমিক তদন্তে সহকারীর কোনো অপরাধ না পাওয়ায় শুধু চালককে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর
ট্রাকের ধাক্কা পুলিশ সদস্যের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা