পরীমনি, হেলেনা, পিয়াসাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব
১১ আগস্ট ২০২১ ১৯:৪৬
ঢাকা: আলোচিত চিত্রনায়িকা পরীমনি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, মডেল পিয়াসা ও মৌসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ থেকে বিভিন্ন ব্যাংকের কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গবার (১০ আগস্ট) পাঠানো চিঠিতে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের ব্যাংক লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্র বিষযটি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বিএফআইইউ থেকে যে আটজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন পরীমনি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, মডেল ফারিয়া মাহবুব, পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজ। এ ছাড়াও চিঠিতে আরও তিন জনের তথ্য চাওয়া হয়েছে।
তারা হলেন— রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশাল জেলার বানারীপাড়া। বাকি দুইজন হলেন ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।
সারাবাংলা/জিএস/একে