Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর গভীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১৮:৫২ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ১৮:৫৩

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র মা শামসুন্নাহার বেগম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।

মন্ত্রী এক শোকবার্তায় বুধবার (১১ আগস্ট) মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র মা শামসুন্নাহার বেগম (৯০) দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী শোক প্রকাশ সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর