সেনা প্রত্যাহার নিয়ে অনুতাপ নেই: বাইডেন
১১ আগস্ট ২০২১ ১৬:৫৯ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ১৮:০৫
আফগানিস্তানজুড়ে তালেবান বিদ্রোহীদের উত্থান চলছে। এমতাবস্থায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।
মঙ্গলবার (১০ আগস্ট) হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি।
এছাড়াও, তালেনবান বিদ্রোহীদের দমন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আফগান নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহাবান জানিয়েছেন বাইডেন।
এদিকে, আফগানিস্তানের ৩৪ প্রাদেশিক রাজধানীর মধ্যে ৯টি এখন তালেবানের দখলে এবং আরও কয়েকটি দখলের হুমকি দিয়ে রেখেছে। মার্কিন সেনাবাহিনীর বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ৯০ দিনের মধ্যেই রাজধানী কাবুল তালেবানের দখলে চলে যাবে।
এর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। সর্বশেষ জুলাই মাসে বাগরাম সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সেখান থেকে বিদেশি সৈন্যদের বেশিরভাগই বিদায় নিয়েছে।
এ ব্যাপারে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতিতে অটল আছে। তার অংশ হিসেবে, দেশটির বিমান বাহিনীকে সহায়তা, আফগান সেনাবাহিনীর বেতন ভাতার ব্যবস্থা এবং সামরিক বাহিনীর জন্য খাদ্যসহ অন্যান্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সারাবাংলা/একেএম