Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাসেতুতে বার বার ফেরির ধাক্কা কেন? খতিয়ে দেখতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১৬:০৪ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ১৮:১৩

ফাইল ছবি

ঢাকা: পদ্মাসেতুর পিলারে বার বার ফেরির ধাক্কার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ পর্যন্ত চার বার পদ্মাসেতুতে ফেরির ধাক্কা; এই ধাক্কা বার বার কেন? এটা চালকের অদক্ষতা না অন্তর্ঘাত— এটা খতিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সাহস সক্ষমতার এই প্রজেক্ট নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল, এখনও আছে। কাজেই এই বিষয়ে আমাদের খতিয়ে দেখা দরকার।

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে আজ থেকে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জীবন ও জীবিকার ভারসাম্য সৃষ্টির জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ থেকে লকডাউন শিথিল করেছেন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়া আর সব প্রতিষ্ঠান খুলে গেছে। প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সক্রিয় চিন্তাভাবনা করছেন। সেজন্য প্রয়োজন গণটিকা কর্মসূচি বাস্তবায়ন, যা সারাদেশে বিপুল আগ্রহের সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়, যদি আমরা সচেতন না হই। তাই করোনা নামক এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করার জন্য আমাদের সচেতনতার অস্ত্র শাণিত করতে হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করছি। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন ৫০বছরেও স্বাধীনতার একটি বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ ইতিহাস আমরা পাইনি। স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের দাবি, সময়ের দাবি। আমি আশা করব, ইতিহাস অর্পিত এই দায়িত্বটি বাংলা একাডেমি শুরু করতে পারে।’ বঙ্গবন্ধুর একটা বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ জীবনী জাতির জন্য আজকে অপরিহার্য হয়ে পড়েছে বলেও মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার রাজনৈতিক সরকার। রাজনীতিকরা সিদ্ধান্ত নেয়, বাস্তবায়ন করে আমলারা। সরকার সঠিক পথেই আছে। সব পলিসির মূল ব্যক্তি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। আমলারা পলিসি করে না, পলিসি নির্ধারণ করে রাজনীতিকরা। সেটার বাস্তবায়ন করে আমলারা। এ সরকার আমলানির্ভর নয়, এ সরকার গণমুখী সরকার। এ সরকার জনস্বার্থ নির্ভর সরকার।’

বিজ্ঞাপন

পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজ পদ্মাসেতু কোন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। আগামী বছর জুনের মধ্যে পদ্মাসেতুর উপর দিয়ে যান চলাচল করবে। কিন্তু আজকে কথাটা কেন বললাম? বললাম এই জন্য যে, এই পদ্মাসেতুর পিলারগুলো সব বসে গেছে এবং নির্মাণ কাজ শেষ পর্যায়ে। গত এক মাসে এ পর্যন্ত চার বার পদ্মাসেতুতে ফেরির ধাক্কা। এই ধাক্কা বার বার কেন?’

সেতুমন্ত্রী বলেন, ‘অদক্ষতার জন্য চালককে আপনি শাস্তি দিলেন, চাকরিচ্যুত করলেন। কিন্তু আমরা জানতে চাই, এটা চালকের অদক্ষতা না অর্ন্তঘাত— খতিয়ে দেখতে হবে। বার বার কেন পদ্মাসেতু আক্রান্ত হচ্ছে? নির্মাণ কাজ শেষ হওয়ার আগে আগেই কেন পদ্মাসেতুতে এ ধরনের ঘটনা ঘটছে? শেখ হাসিনার সাহস সক্ষমতার এই প্রজেক্ট নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল। এখনও আছে। কাজেই বিষয়টি আমাদের খতিয়ে দেখা দরকার।’

পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড। আগে কখনও অবলা নারী, বা শিশু হত্যার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। করোনা মহামারিকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্বেচ্ছাসেবক লীগ যে নিরলসভাবে মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে এজন্য সংগঠনের নেতাকর্মীদের প্রশংসাও করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের টপ নিউজ পদ্মাসেতু

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর