‘দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে’
১১ আগস্ট ২০২১ ১৫:৩৮ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ১৮:১৩
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমানে মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘যারা ফাইজার এবং মর্ডানার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই ভ্যাকসিন কর্মসূচি চালানো হয়েছে। যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে পাবেন।’
ডা. নাজমুল বলেন, ‘প্রথম ডোজ ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে অর্থাৎ চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন।’
তিনি আরও বলেন, ‘যারা প্রথম ডোজের ভ্যাকসিন যেই কেন্দ্রে, যে কোম্পানির নিয়েছেন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও সেই কেন্দ্রে, সেই কোম্পানিরই নিতে পারবেন। এ বিষয়ে কারও বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। অর্থাৎ যারা সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছেন, তারা সিনোফার্মের ভ্যাকসিনই পাবেন। যারা মর্ডানার ভ্যাকসিন পেয়েছেন তারা মর্ডানার ভ্যাকসিনই নেবেন।’
দ্বিতীয় ডোজের জন্য আমাদের পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ আছে— যোগ করেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র।
সারাবাংলা/এসবি/পিটিএম