সিনোফার্মের ১৭ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছেছে দেশে
১১ আগস্ট ২০২১ ০০:১৮ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ০০:২৬
ঢাকা: কোভ্যাক্সের আওতায় দেশে সিনোফার্মের ১৭ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) চীন থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভ্যাকসিন বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ভ্যাকসিন এসেছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভ্যাকসিন বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। কোভ্যাক্সের আওতায় এই ভ্যাকসিন দেশে এসেছে।
এর আগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠিয়েছে। এছাড়াও কোভ্যাক্স থেকে সরাসরি ফাইজারের ভ্যাকসিনও পেয়েছে বাংলাদেশ। এবারই প্রথমবারের মতন কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ভ্যাকসিন দেশে এলো।
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্মের সঙ্গে আরও ছয় কোটি ভ্যাকসিন কেনার চুক্তি হচ্ছে। দেশে আরও ৫৪ লাখ ভ্যাকসিন আসবে ১৫ আগস্টের মধ্যে। এর মাঝে চীন থেকে কেনা ১০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন ও কোভ্যাক্স থেকে আসবে ৩৪ লাখ ডোজ ভ্যাকসিন।
সারাবাংলা/এসবি/এসএসএ