Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তান ফিরে পেতে সাবেক অ্যাটর্নি জেনারেলের পুত্রবধূর রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ২৩:৩৫

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ মাধবী আক্তার নীলা তার শিশু সন্তানকে নিজের কাছে ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হয়। আদালত শুনানি আগামী ১৬ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।

এর আগে গত ৮ আগস্ট নিজের শিশু সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন মাধবী আক্তার নীলা।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

পরে সাঈদ আহমেদ রাজা জানান, আদালত বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার জন্য উভয়পক্ষকে ১৬ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। আশা করি, এর আগেই সমাধান হবে।

জানা যায়, সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলের দুই শিশু সন্তান রয়েছে। ছোট সন্তান আগে থেকে সাবেক পুত্রবধূর হেফাজতে আছে। বড় শিশু সন্তানটি এখনও এ এফ হাসান আরিফের ছেলের কাছে আছে।

এ অবস্থায় ৮ আগস্ট এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ মাধবী আক্তার নীলা বড় সন্তানকে নিজের হেফাজতে নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

এর আগে, গত ১৬ জুলাই সংবাদ সম্মেলন মাধবী আক্তার নীলা অভিযোগ করেন, তার কাছ থেকে কেড়ে নিয়ে দুই বছর বয়সী সন্তানকে কানাডা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন এ এফ হাসান আরিফ। মিরপুরের আরামবাগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

রিট সন্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর