Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোটদের সমাপনী হবেই, কমছে সিলেবাস

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ২২:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ০৯:১৯

ঢাকা: এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়ার বিষয়ে বদ্ধপরিকর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিলেবাস কমিয়ে হলেও বছরের শেষ দিকে মন্ত্রণালয় এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে। আর সেই উদ্দেশে এরই মধ্যে সিলেবাস কমানোর বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীরা যেন নিজ ক্লাসে বসে পরীক্ষা দিতে পারে, সেভাবেই সার্বিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, অটোপাস প্রক্রিয়ায় আমরা যেতে চাই না। এর প্রভাব শিশুদের মন ও মননে রয়ে যায়। আমাদের শিক্ষাব্যবস্থা পরীক্ষানির্ভর। এখন থেকেই পরীক্ষার সঙ্গে পরিচয় না থাকলে পরবর্তী সময়ে ঝামেলা পোহাতে হতে পারে। এজন্য আমার সমাপনী পরীক্ষা নিতে সর্বাত্মক চেষ্টা করছি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তার মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী তিনি বলেন, পরীক্ষার আগে শ্রেণি কার্যক্রম শুরু করা সম্ভব হলে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে ক্লাস হবে।

মন্ত্রী বলছেন, এ বছর প্রাথমিকের কোনো শ্রেণিতেই অটোপাস দেওয়া হবে না। তিনি জানান, বাড়ির কাজ, টেলিভিশন পাঠদানসহ এই করোনাকালে শিক্ষার্থীদের যে বিষয়গুলো পড়ানো হয়েছে, সেখান থেকেই ছোট সিলেবাসে হলেও তাদের পরীক্ষা নেওয়া হবে।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, তারা যেন কোনোভাবেই ‘অটোপাস’ পাবে চিন্তা করে বসে না থাকে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশের সব স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় গত বছরের কোনো শ্রেণির বার্ষিক ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া যায়নি। সব শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। আর এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে ৩০ লাখেরও বেশি পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর

পিইসি প্রাথমিক শিক্ষা সমাপনী প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর