Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভিনেত্রীর সঙ্গে কর্মকর্তার সম্পর্কে’র খবরে সিটি ব্যাংকের জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ২০:৫৯ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ২১:১৭

ঢাকা: ‘একজন অভিনেত্রীর বিতর্কিত’ কর্মকাণ্ডের সঙ্গে ‘একজন ঊর্ধ্বতন কর্মকর্তা’কে জড়িয়ে প্রচার করা তথ্যকে ‘অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করেছে সিটি ব্যাংক লিমিটেড। কিছু ‘স্বার্থান্বেষী ব্যক্তি’ এর মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ করে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে দেশের অন্যতম ব্যাংকটি।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর গুলশান মডেল থানায় এই জিডি দায়ের করেন ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান।

বিজ্ঞাপন

জিডিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে কয়েকটি ব্যাংকের কর্মকর্তাসহ নানা পেশার বেশকিছু মানুষের জড়িত থাকার বিষয়ে প্রকাশিত একটি তথ্য প্রচার করা হয়। ওই সংবাদের মধ্যে সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এই তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থন্বেষী ব্যক্তি, অসাধু শ্রেণির প্রতারক ও চাঁদাবাজ শ্রেণির লোক বিভিন্নভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘এরকম অজ্ঞাতনামা ব্যক্তিরা ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় এবং ব্যাংক থেকে অবৈধভাবে অর্থলাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে এবং ভবিষ্যতে করতে পারে আশঙ্কা করা হচ্ছে। অজ্ঞাতনামা স্বার্থন্বেষী মহলের এরকম কার্যক্রমে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে।’

বিজ্ঞাপন

একটি সংঘবদ্ধ চক্র বা স্বার্থন্বেষী মহল ওই পথে অথবা অন্য কোনো উপায়ে ব্যাংক থেকে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয়ে অর্থ আত্মসাতের অশুভ পাঁয়তারা করছে বা করতে পারে বলে সিটি ব্যাংক ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে জিডিতে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জড়িতদের আইনের আওতায় না আনতে পারলে ব্যাংক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা জানিয়ে এ বিষয়ে জিডি নেওয়ার আবেদন জানিয়েছেন গাজী এম শওকত হাসান।

জানতে চাইলে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন সারাবাংলাকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। আমরা এ সংক্রান্ত একটি জিডি পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এদিকে, জিডিতে অভিনেত্রী বা ব্যাংক কর্মকর্তার নাম উল্লেখ না করলেও পরীমনি ইস্যুতে সোমবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। একটি গণমাধ্যমের খবরে বলা হয়, পরীমনিকে কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন মাসরুর। তবে আরেক গণমাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িটি এখনো দোকানেই রয়েছে। পরীমনির বাসায় ট্রায়াল রানের জন্য একদিন পাঠানো হলেও পরে পরীমনি সেটি নেননি।

এরপর মাসরুর আরেফিন নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীমনিকে তার গাড়ি উপহার দেওয়ার খবরের প্রতিবাদ জানান। এ খবরকে ‘হলুদ সাংবাদিকতা’ উল্লেখ করে মাসরুর বলেন, সকাল থেকে রাত পর্যন্ত ব্যাংকিং আর তারপর সাহিত্য নিয়ে পড়ে থাকেন তিনি। জুনে পরীমনি উত্তরার ঢাকা বোট ক্লাবে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে যে অভিযোগ করেছিলেন, আলোচিত সেই সংবাদের আগে মাসরুর তার নাম পর্যন্ত শোনেননি!

নিজের ফেসবুক স্ট্যাটাসে মাসরুর আরও লিখেছেন, তার নিজেরই কোনো গাড়ি নেই। ব্যাংকের চাকরি শেষে তিনি নিশ্চয় কোনো ব্যাংক থেকে কার লোন নিয়ে গাড়ি কিনে তাতে চড়বেন। তাকে নিয়ে এবং এক অর্থে সিটি ব্যাংককে নিয়ে একটি ‘সস্তা’ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।

গত ৪ আগস্ট বিকেল থেকেই আলোচনায় রয়েছেন পরীমনি। ওই দিন বিকেল ৪টার দিকে তিনি প্রথম লাইভে এসে জানান, কে বা কারা তার বাসায় ঢোকার চেষ্টা করছে। লাইভে থাকতেই দেখা যায়, র‌্যাব সদস্যরা তার বাসায় ঢুকতে চাইছেন। পরে পরীমনি লাইভে থাকা অবস্থাতেই তারা বাসায় ঢোকেন। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগেই তার বাসায় অভিযান চালানো হয়। পরে রাত সোয়া ৮টার দিকে পরীমনিকে আটক করে বাসা থেকে নামিয়ে আনে র‌্যাব। তার বাসা থেকে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় বনানী থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে পরীমনির বিরুদ্ধে। মামলায় তার মামা আশরাফুল ইসলাম দীপুকেও আসামি করা হয়। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। ওই মামলার সঙ্গে সঙ্গে পরীমনির বিভিন্ন সম্পদের তথ্য নিয়েও অনুসন্ধান চলছে

সারাবাংলা/ইউজে/টিআর

পরীমনি মাসরুর আরেফিন সিটি ব্যাংক সিটি ব্যাংকের এমডি