Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান-তাজিক সীমান্তে রুশ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২১ ১৭:২১

মহড়ায় অংশ নেওয়া ভারী সামরিক অস্ত্র

আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সৈন্যরা এক যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও ভূমি থেকে বিমান বিধ্বংসী মিসাইল নিক্ষেপের মহড়া চালায় তিন দেশের সৈন্যরা। আফগান-তাজিক সীমান্তবর্তী এলাকায় এ মহড়া চলে।

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য। মস্কোর সঙ্গে মিলে চলতি মাসে দুই দফা সামরিক মহড়া চালায় এ দুই দেশ। মস্কোর নেতৃত্বে এমন এক সময় এ সামরিক মহড়া চালানো হয়, যখন উগ্রবাদী গোষ্ঠী তালেবান একের পর এক আফগান শহর দখল করে নিচ্ছে।

বিজ্ঞাপন

সীমান্তের কাছাকাছি সামরিক মহড়া মূলত আফগানিস্তান পরিস্থিতি মাথায় রেখেই চালানো হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শেরেইল মিরজো। আফগানিস্তান পরিস্থিতিকে অনিশ্চিত বলে উল্লেখ করেন তিনি।

উজবেকিস্তান সামরিক বাহিনীর প্রধান শুখরাত খালমুখামেদভ সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমাদের সতর্ক থাকা এবং সামরিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে’।

মঙ্গলবারের মহড়ায় ২৫০০ সৈন্য, কয়েকশ সাঁজোয়া যান এবং ২৫টি যুদ্ধবিমান অংশ নেয়। উল্লেখ্য যে, তাজিকিস্তানে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিটি দেশের বাইরে মস্কোর সবচেয়ে বড় সামরিক স্থাপনা। ওই সামরিক ঘাঁটি থেকেই রুশ সেনারা মহড়ায় অংশ নেয়।

রুশ সামরিক বাহিনীর কমান্ডার আলেক্সান্ডার ল্যাপিন জানান, মহড়ায় অংশ নেওয়া অস্ত্রশস্ত্র তাজিক সামরিক ঘাঁটিতেই রাখা হবে।

সারাবাংলা/আইই

আফগানিস্তান টপ নিউজ তালেবান রাশিয়া

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর