Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৫ আগস্টের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৬:৫৬

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডে মঞ্চের খুনিদের পেছনে যারা নেপথ্যের ষড়যন্ত্রকারী, তাদের খুঁজে বের করা দরকার। এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত করে তাদের স্বরূপ উন্মোচন করতে হবে আগামী প্রজন্মের জন্য।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের মুখপাত্র ‘উত্তরণ’ আয়োজিত ‘শোকাবহ আগস্ট: ইতিহাসের কালো অধ্যায়’ শীর্ষক ওয়েবিনারে একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড শুধু বঙ্গবন্ধুর পরিবারের উপর নয়, এই হত্যাকাণ্ড বহুকষ্টে অর্জিত মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ড।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে নেতৃত্ব শূন্য করতে ১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর জেলের ভেতরে জাতীয় চার নেতা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। এসব ষড়যন্ত্র অভিন্ন ষড়যন্ত্রের ধারাবাহিকতা।’

আগস্ট হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয় অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘মঞ্চের খুনিরা বিচারের মুখোমুখি হয়েছে। ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। কিন্তু এখনও কয়েকজন বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনার সর্বাত্মক কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে। মঞ্চের খুনিদের পেছনে যারা নেপথ্যের ষড়যন্ত্রের নায়ক, তাদের খুঁজে বের করা দরকার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত করে তাদের স্বরূপ উন্মোচন করতে হবে আগামী প্রজন্মের জন্য। ইতিহাস কোনো স্বৈর শাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না। বাংলাদেশ থেকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা আবশ্যক হয়ে পড়েছে।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র, মূল্যবোধ ও আদর্শকে একে একে আক্রমণ করা হচ্ছে। তাই ষড়যন্ত্রের রাজনীতিকে চিরতরে নির্মূল করতে হবে।’ তিনি বলেন, ‘এদেশে যারা রক্তাক্ত আগস্ট ঘটিয়েছিল এবং এর বেনিফিশিয়ারি ছিল প্রকৃতির আদালতেই তাদের বিচার সম্পন্ন হয়েছে।’

আওয়ামী লীগের মুখপাত্র ‘উত্তরণ’র সম্পাদক নুহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে ওয়েবিনার আরও বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ওয়েবিনার পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

এর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর