Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনির একই পোশাক নিয়ে আদালতে যা বললেন আইনজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৬:৩৮ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৮:৪৫

ঢাকা: ১২২ ঘণ্টা পার হওয়ার পরও একই পোশাকে পরীমনিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোয় আপত্তি তুলেছেন আসামিপক্ষের আইনজীবী। এর জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, ‘পরীমনি ইচ্ছা করেই কাপড় চেঞ্জ করেনি। এটা তার রাজনীতি।’

মঙ্গলবার (১০ আগস্ট) রিমান্ড শুনানিতে পরীমনির পক্ষের আইনজীবী মজিবুর রহমান তার পোশাকের বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে গত ৫ আগস্ট জিন্স প্যান্ট ও শার্ট পরে আদালতে হাজিরা করা হয়েছিলেন পরীমনিকে।

বিজ্ঞাপন

এ সময় মজিবুর রহমান বলেন, ‘পরীমনি একজন নায়িকা। তার আলাদা লাইফ স্টাইল আছে। অথচ দেখেন ১২২ ঘণ্টা পরও একই পোশাকে পরীমনিকে আদালতে হাজির করা হয়েছে।’

এর উত্তরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‘সব আসামি পোশাক চেঞ্জ করার সুযোগ পান। তার সঙ্গে অপর যে তিনজন আসামি আছেন, তারা সবাই কিন্তু পোশাক চেঞ্জ করেছেন। পরীমনি ইচ্ছে করেই কাপড় চেঞ্জ করেনি। তাকে কাপড় দেওয়া হয়েছিল। এটা তার একটা রাজনীতি।’

পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন,‘যতটুকু জেনেছি পরীমনি কাপড় চেঞ্জ করেছিলেন। আজ আবারও আগের দিনের পোশাক পরেই এসেছেন।’

তখন পরীমনির আইনজীবী বলেন,‘পরীমনি পুরুষ নাকি, ইচ্ছে হলেই পোশাক চেঞ্জ করতে পারবেন।’

রিমান্ড মঞ্জুরের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন,‘পরীমনিকে আগে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পূর্ণাঙ্গভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার বাসায় কীভাবে মাদক এলো, তার বাসায় এসে কারা মাদক গ্রহণ করত ও এর উৎস কোথায়— এসব জানতে রিমান্ডের প্রয়োজন। এসব উদঘাটন না করতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে না। এর পিছনে অনেক রুই-কাতলা আছে।’

বিজ্ঞাপন

এরপর আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘এর আগে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আরও ১০ দিন রিমান্ডে নিলে কি আরও ১০০ বোতল মদ উদ্ধার করা যাবে। যা উদ্ধার তা হয়ে গেছে। মেয়ে মানুষ, অসুস্থ। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করছি।’

এরপর আদালত পরীমনি ও দিপুর দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

সারাবাংলা/এআই/এনএস

আদালত টপ নিউজ পরীমনি পরীমনির পোশাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর