Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ আসনে যাত্রী, ভাড়া বাড়বে না লঞ্চের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৬:২৪ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৯:৫৫

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ফলে মহামারি পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এই কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে, তাই নতুন করে ভাড়া বাড়ছে না। তবে চলাচলকারী লঞ্চের সংখ্যা তুলনামূলক অনেক কম থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। এ বিধিনিষেধে রফতানিমুখী শিল্পকারখানা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান পরিচালনা করার অনুমতি দেয় সরকার। এসময় ভাড়াও ৬০ শতাংশ বেশি ছিল।

২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ জারি হয়। এ দফায় জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের গণপরিবহনও বন্ধ ঘোষণা করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। তবে বুধবার থেকে বিধিনিষেধ শিথিল হওয়ায় লঞ্চসহ গণপরিবহন চলবে।

সারাবাংলা/জেআর/এসএসএ

লঞ্চ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর