পরীমনিকে দেখতে এসে আদালতে যা বললেন শতবর্ষী নানা
১০ আগস্ট ২০২১ ১৫:৪০ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৭:২২
ঢাকা: চিত্রনায়িকা পরীমনি জীবনে কিছুই করেনি বলে দাবি করেছেন তার নানা শামছুল হক। পরীমনি পরিস্থিতির স্বীকার হয়েছেন বলেও উল্লেখ করেন শতবর্ষী এই বৃদ্ধ।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পরীমনিকে আদালতে তোলার কিছুক্ষণ আগে থেকেই শামছুল হককে আদালত চত্বরে দেখা যায়। আদালতের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে শামছুল হক বলেন, পরীমনি জীবনে কিছুই করেনি। মানুষের জন্য দান করেছে। এখন সে পরিস্থিতির স্বীকার। প্রতিবছর গরিবদের জন্য গরু কোরবানি দেয়। নিজে কিছু করে নাই। যা কিছু করে মানুষকে বিলিয়ে দেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, তার বাড়িতে খালি মদের বোতল ছিল। মাদক ছিল কি-না আমি জানি না। আল্লাহ যদি চায় তার মুক্তি হবে।
তিনি আরও বলেন, মেয়েটার বাপ মা কেউ নাই। আমার কাছেই বড় হয়েছে, মানুষ হয়েছে। ওর জন্য দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। কেউ নেই ওকে দেখার জন্য। আমার নিজেরও কিছুদিন আগে অপারেশন হয়েছে। এখনো আমি অসুস্থ। তাকে কতদিন দেখি না। তাই বাধ্য হয়েই একনজর দেখতে আদালতে এসেছি।
সারাবাংলা/এআই/এনএস