Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৫:২০

বরিশাল: ফুটপাতের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বরিশাল নগরীতে দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে নগরীর বান্দ‌ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলী‌গের সাবেক সভাপ‌তি আহমেদ হোসেন রুবেল (৩০) ও কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার উজ্জ্বল মাতুব্বর (৩৫)। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আজ (মঙ্গলবার) ভোরে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি নুরুল ইসলাম জানান, আমতলার মোড়সংলগ্ন এলাকায় যাওয়ার সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ওই দুই যুবক সড়কে ছিটকে পড়ে আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএস

নিহত ২ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর