আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: পরীমনি
১০ আগস্ট ২০২১ ১৫:০০ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৬:৪১
ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়েরকৃত মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে দুই দিনের রিমান্ডে পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস তার রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পরীমনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা সাংবাদিকরা কী করেছেন?
এর আগে চারদিনের রিমান্ড শেষে দুপুরে পরীমনিকে আদালতে তোলা হয়। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে চেয়ে আবেদন করে সিআইডি।
অন্যদিকে মাদক নিয়ন্ত্রণ আইন ও পর্ণগ্রাফি দুই মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইদিন ও পর্নগ্রাফির মামলায় চারদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর।
আরও পড়ুন-
- র্যাবের হাতে আটক পরীমনি
- পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে
- পরীমনিকে নেওয়া হলো র্যাব সদর দফতরে
- আইন মেনেই পরীমনির বাসায় অভিযান: র্যাব
- পরীমনি ও রাজের বিরুদ্ধে মাদক আইনে মামলা
- প্রযোজক রাজ র্যাবের হাতে আটক, বাসায় মাদক
- পরীমনির বিষয়ে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ রয়েছে— র্যাব
- শুধু মদ নয়, পরীমনির বাসায় মিলল আরও ভয়ংকর মাদক
- এবার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে র্যাব
সারাবাংলা/এআই/এএম