Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৫:০০ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৬:৪১

ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়েরকৃত মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে দুই দিনের রিমান্ডে পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস তার রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পরীমনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা সাংবাদিকরা কী করেছেন?

বিজ্ঞাপন

এর আগে চারদিনের রিমান্ড শেষে দুপুরে পরীমনিকে আদালতে তোলা হয়। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে চেয়ে আবেদন করে সিআইডি।

অন্যদিকে মাদক নিয়ন্ত্রণ আইন ও পর্ণগ্রাফি দুই মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইদিন ও পর্নগ্রাফির মামলায় চারদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর।

আরও পড়ুন-

সারাবাংলা/এআই/এএম

পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর