এবার পরীমনি ও রাজকে রিমান্ডে পেল সিআইডি
১০ আগস্ট ২০২১ ১৪:৪৫ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৬:২৫
ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়েরকৃত মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে দুই দিন করে রিমান্ডে পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে চারদিনের রিমান্ড শেষে দুপুরে পরীমনিকে আদালতে তোলা হয়। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে চেয়ে আবেদন করে সিআইডি।
অন্যদিকে মাদক নিয়ন্ত্রণ আইন ও পর্ণগ্রাফি দুই মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইদিন ও পর্নগ্রাফির মামলায় চারদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর।
আদালত থেকে বের হওয়ার সময় পরীমনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা সাংবাদিকরা কী করেছেন?
আরও পড়ুন-
- র্যাবের হাতে আটক পরীমনি
- পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে
- পরীমনিকে নেওয়া হলো র্যাব সদর দফতরে
- আইন মেনেই পরীমনির বাসায় অভিযান: র্যাব
- পরীমনি ও রাজের বিরুদ্ধে মাদক আইনে মামলা
- প্রযোজক রাজ র্যাবের হাতে আটক, বাসায় মাদক
- পরীমনির বিষয়ে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ রয়েছে— র্যাব
- শুধু মদ নয়, পরীমনির বাসায় মিলল আরও ভয়ংকর মাদক
- এবার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে র্যাব
সারাবাংলা/এআই/এএম