Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৩:৫৪ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৫:৪৪

শরীয়তপুর: পাথর বোঝাই ট্রাক ব্রিজ ভেঙে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে গুরুতর আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক মুনির আহমেদ খান এ খবর নিশ্চিত করেছেন।

নিহত নাঈম বেপারী (৩২) সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দিন বেপারীর ছেলে। আহতরা হলেন, মজিবর সরদার (৪৫), তাহের শিকদার (৩০) ও একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পাথর নিয়ে ট্রাকটি নড়িয়ার যাচ্ছিল। বালাখানা এলাকায় নড়বড়ে বেইলি সেতুতে ওঠার সময় বেইলি সেতু ভেঙে খাদে পড়ে যায়। সেতুর নিচে শ্রমিকরা ব্রিজ নির্মাণের কাজ করছিল। ট্রাকটি খাদে পড়লে শ্রমিকরা চাপা পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থা নাঈম নামের একজন শ্রমিক মারা যান।

ফায়ার সার্ভিস টিমলিডার আমজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি টিমের সমন্বয়ে ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়।

সারাবাংলা/এএম

শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর