বরিশালে করোনার উপসর্গসহ ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৯
১০ আগস্ট ২০২১ ১২:৪৩
বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৬৯ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে বরিশাল জেলায় পাঁচজন, পটুয়াখালী জেলায় একজন, ভোলা জেলায় তিনজন ও পিরোজপুর জেলায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে।
বিভাগে মোট আক্রান্ত ৩৯ হাজার ৩৫৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৫৬ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩০৫ জন নিয়ে মোট ১৬ হাজার ১৭১ জন, পটুয়াখালী জেলায় নতুন ৯১ জন নিয়ে মোট পাঁচ হাজার ৩৯১ জন, ভোলা জেলায় নতুন ৯২ জন নিয়ে মোট পাঁচ হাজার ১৭৬ জন, পিরোজপুর নতুন ৯৯ জন নিয়ে মোট চার হাজার ৮৭৪ জন, বরগুনা জেলায় নতুন ৫৮ জন নিয়ে মোট তিন হাজার ৮০০ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন নিয়ে মোট চার হাজার ৩৪১ জন রয়েছেন।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২১ জন ও করোনা ওয়ার্ডে ৮ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১৫ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৯ জন করোনা ওয়ার্ডে এবং ১৪৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
সারাবাংলা/এনএস